
শেখ মোঃ সাইফুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা আ”লীগের যুগ্ম আহবায়ক রেজাউল আলম রেজা বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন। মঙ্গলবার উপজেলার ৫ নং দহবন্দ নতুন ইউপি চত্বরে প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন-স্থানীয় সমাজ সেবক স্বপন কান্ত সরকার, শিক্ষক আবু বক্কর সিদ্দিক,শাহ আলম মাস্টার, তোজাম্মেল হক,নীরোদ চন্দ্র, নিজাম উদ্দিন, আতিকুল ইসলাম প্রমুখ। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন কালে আ”লীগ নেতা ও ‘ভালবাসি সুন্দরগঞ্জ’ এর প্রতিষ্ঠাতা রেজাউল আলম রেজা প্রত্যেককে ৩টি করে গাছের চারা লাগানোর অনুরোধ করেন। তিনি আরও বলেন,গাছ আমাদের বিপদের বন্ধু। গাছ থেকে আমরা ফল,ফার্নিচার, জ্বালানি ও প্রয়োজনে বিক্রি করে চাহিদা মেটাতে পারি। পাশাপাশি গাছ মাটির ক্ষয়রোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই সুন্দরগঞ্জের সকল স্তরের মানুষদের বেশি বেশি করে গাছ লাগানোর আহ্বান জানিয়েছেন তিনি ।