
তৌকির আহাম্মেদ হাসু, সরিষাবাড়ী(জামালপুর) প্রতিনিধি :
‘গাছ লাগান পরিবেশ বাঁচান’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাসিনার নির্দেশে মুজিববর্ষ উপলক্ষে সাবেক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পানি বিষয়ক সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল এর ব্যবস্থাপনায় সরিষাবাড়ী উপজেলা স্বেচ্ছাসেবক লীগ বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছে। আজ মঙ্গলবার(৩০জুন)দুপুরে প্রয়াত মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বঙ্গবন্ধু সংসদের দুই দুই বারের এমপি আলহাজ্ব আব্দুল মালেক এর পারিবারিক কবরস্থানে এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এ সময় বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি জাহাঙ্গীর আলম(জিএস).সাধারণ সম্পাদক অধ্যাপক মামুনুর রশীদ,দপ্তর সম্পাদক আজাহার আলী,সদস্য সোলায়মান সুমন,কামরাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফারুক হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম,ভাটারা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য সোলায়মান ও সুমন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।