শ্রী শুকদেব লাল শুভ, জেলা প্রতিনিধি, ঢাকা।।
ঢাকা হাজারীবাগ থানার সন্তান বীর মুক্তিযোদ্ধা, সাবেক সফল কাউন্সিলর, বর্তমান ঢাকা দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আজ ঢাকার স্কোয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন।
ঢাকা মহানগর দক্ষিণের রাজনীতিতে, সমাজে ও মুক্তিযুদ্ধে এক উজ্জ্বল নক্ষত্র আজ নিভে গেল। হাজারীবাগ থানার কৃতী সন্তান, মহান মুক্তিযোদ্ধা, সাবেক সফল কমিশনার, তিনবারের নির্বাচিত কাউন্সিলর, হাজারীবাগ থানা বিএনপির সাবেক সভাপতি এবং বর্তমান ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মুজিবর রহমান (মজু) ইহলোক ত্যাগ করেছেন। গতকাল ঢাকার স্কয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
ত্র মৃত্যুতে হাজারীবাগসহ সমগ্র ঢাকা শহর এক মহামানবকে হারালো। তিনি শুধু রাজনীতিবিদ ছিলেন না, ছিলেন মানুষের আস্থার প্রতীক, আশ্রয়স্থল এবং সমাজসেবার এক অমূল্য বাতিঘর। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশায় পাশে দাঁড়ানো, শিক্ষা বিস্তার, সমাজের পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নেওয়া এবং মানবকল্যাণে কাজ করা ছিল তাঁর জীবনের লক্ষ্য। তাঁর প্রতিটি পদক্ষেপ ছিল মানুষের কল্যাণমুখী।
মুক্তিযুদ্ধের বীর সন্তান হিসেবে তিনি বাংলাদেশের স্বাধীনতার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। স্বাধীনতার এই মহামানব তাঁর কর্মজীবনের প্রতিটি মুহূর্তে দেশ ও সমাজের জন্য নিজেকে উৎসর্গ করেছেন। কাউন্সিলর হিসেবে তিনবার নির্বাচিত হয়ে তিনি প্রমাণ করেছেন জনগণের কাছে তাঁর জনপ্রিয়তা ও আস্থার গভীরতা কতটা দৃঢ় ছিল।
আজ উনার মৃতুতে হাজারীবাগবাসী যেমন শোকাহত, তেমনি পুরো দেশ হারালো একজন সৎ, নির্ভীক ও দূরদর্শী নেতাকে। তাঁর মতো মহৎ ব্যক্তিত্ব শতাব্দীতে একবার জন্ম নেয়। তাঁর রেখে যাওয়া আদর্শ ও কর্মজীবন ভবিষ্যৎ প্রজন্মের কাছে হবে প্রেরণার উৎস।
আমরা সকলে তাঁর আত্মার চিরশান্তি কামনা করি। আল্লাহ করুন—তাঁর আত্মা চিরনিদ্রায় শান্তি লাভ করুক। শোকাহত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীরা যেন এই কঠিন মুহূর্ত অতিক্রম করার শক্তি পান।
হাজারীবাগবাসীর পক্ষ থেকে তাঁকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।