![](https://crimepatrol24.com/wp-content/uploads/banner2.jpg)
Rule-3 : কোনো বাংলা বাক্যে কর্তা কি কোনোকিছু করে? বলে? যায়? খায়? ইত্যাদি যুক্ত থাকলে Present indefinite tense এর interrogative form হয় এবং এগুলোর ইংরেজি করার সময় গঠন হবে নিম্নরূপ:
গঠন : Do/Does+sub.+মূল verb এর present form+Ext+?
যেমন: আমি কি ভাত খাই? Do I eat rice?
সে কি ভাত খায়? Does he eat rice?
Note : এক্ষেত্রে কর্তা 3rd person singular number হলে ‘Does’ বসে এবং অন্য সকল person-এ ‘Do’ বসে।