কক্সবাজার প্রতিনিধি>> অভিনব কায়দায় মাইক্রোবাস দিয়ে গরু চুরি করে পাচারকালে ইয়াংছার সেনা বাহিনীর চেক পোষ্টে আটক চার চোর। গত সোমবার (২৯ মার্চ) রাত ৮টার দিকে ইয়াংছা চেকপোস্টে নাম্বারবিহীন মাইক্রোবাসের ভিতরে গরুসহ চোরদেরকে আটক করা হয়। আটকরা হল, তৌহিদুল ইসলাম (২৮), নুরুল আলম নুরু (২২), সাইদুল ইসলাম (২২) ও মাইক্রোবাস চালক মো. সেনাম (৩২)। ওরা সবাই চকরিয়া উপজেলার শাহারবিল ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, সোমবার রাতে গরুভর্তি একটি মাইক্রোবাস লামার ইয়াংছা বাজারে পুলিশ ক্যাম্পের কাছে আসলে গাড়িটি থামাতে বলা হয়। এ সময় গাড়ির ভিতরে একটি গরু ও চালকসহ চারজন লোক দেখা যায়। পরপরই পেছন থেকে গরুর মালিক ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে অবহিত করলে পুলিশ গরুচোর চারজনকে আটক করে। বেপরোয়াভাবে গাড়িটি ইয়াংছা বাজার ক্রস করে চেক পোস্টে সেনা-পুলিশ কর্তৃক বাধাপ্রাপ্ত হয়। গাড়ির ভেতর লাল কম্বল জড়ানো একটি গরু যার আনুমানিক মুল্য ৬০ হাজার টাকা হবে।
জানা যায়,গরুর মালিক বধুঝিরির বাসিন্দা মৃত হামিদ আলমের পুত্র নুর। সে একটি বাগানের কাজে ছিল। বধুঝিরি রাস্তার পাশ থেকে গরুটি চুরি হয়।
লামা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, গরুর মালিক বাদী হয়ে চার গরুচোরের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। চোরদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।