মোঃ পারভেজ আলম, জেলা প্রতিনিধি, ঢাকা: রাজধানীতে হেরোইনসহ এক নারীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ। এ সময় তার কাছ থেকে ২২০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। গ্রেফতার ওই নারীর নাম মোছাম্মৎ পারভীন। গতকাল সোমবার সন্ধ্যায় মোহাম্মদপুর থানা এলাকায় তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ওই নারীর কাছ থেকে শাহী গুঁড়া মরিচ ও শাহী গুঁড়া হলুদের মোড়ক বা প্যাকেটে বিশেষভাবে প্যাকিং করা ২২০ গ্রাম বাদামি রঙের হেরোইন উদ্ধার করা হয়।
এ ছাড়াও ডেমরা এলাকা থেকে পিস্তলসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. আরিফ (২০) । তার বাড়ি ঢাকা বিভাগের শরীয়তপুর জেলায়। র্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বীমা রানী দাস বলেন, যাত্রাবাড়ী ও গেণ্ডারিয়া এলাকায় মাদকের কারবার ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত আরিফ। তার বিরুদ্ধে এই দুই থানায় মাদক, ডাকাতির প্রস্তুতি, চুরিসহ কমপক্ষে ৮টি মামলা রয়েছে।