ক্রাইম পেট্রোল ডেস্ক : রংপুরে সময় টেলিভিশনের রিপোর্টার রতন সরকারের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে সিটি পার্ক মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
আহত রতন সরকার জানান, বাসা থেকে বের হয়ে পেশাগত কাজে রিকশাযোগে নগরীর সিটি পার্ক মার্কেটে যায়। রিকশা থেকে নামার পর মার্কেটের সিঁড়ি বেয়ে উপরে উঠার সময় জুয়েল নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী পিছন থেকে শার্টের কলার ধরে টেনে হেঁচড়ে মূল সড়কের পার্শ্বে ফুটপাতের ওপর ফেলে বেধড়ক মারপিট করে। পরে স্থানীয়রা এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। কারা রতন সরকারের ওপর হামলা চালিয়েছে তা ওই মার্কেটের একটি সিসি টিভির ক্যামেরায় প্রকাশ পায়। পরবর্তীতে হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে রংপুরের গণমাধ্যমকর্মীরা জুয়েলসহ সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানায়। এ সময় রংপুর কোতোয়ালি থানা পুলিশ আগামী ২৪ ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ সাংবাদিকরা। এ বিষয়ে রতন সরকার বাদী হয়ে কোতোয়ালি থানায় জুয়েলের নাম উল্লেখসহ কয়েকজনকে আসামি করে অভিযোগ দায়ের করেন।