রংপুর ব্যুরো :
রংপুরে অতিরিক্ত লোডশেডিং বন্ধের
দাবিতে মানববন্ধন ও নেসকোর প্রধান প্রকৌশলী বরাবর
স্মারকলিপি প্রদান করেছে রংপুরবাসীর পক্ষে সচেতন
নাগরিকবৃন্দ। আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় নেসকো
রংপুরস্থ অফিসের সামনে মানববন্ধন করে স্মারকলিপি
প্রদান করা হয়।
মানববন্ধন ও স্মারকলিপি সূত্রে জানা যায়,
সারাদেশে চলছে বিদ্যুৎ সংকট। রংপুরে নিয়ম
বহির্ভূত লোডশেডিং হচ্ছে, মানা হচ্ছে না কোন
শিডিউল। যেখানে পার্শবর্তী জেলা লালমনিরহাট,
কুড়িগ্রামে ২৪ ঘন্টার মধ্যে ১/২ ঘন্টার বেশি
লোডশেডিং হচ্ছে না, সেখানে আমরা রংপুরবাসী ৬/৭
ঘন্টা বিদ্যুৎ পাচ্ছি। এতে করে ব্যবসা প্রতিষ্ঠানসহ
সকল কার্যক্রম ব্যাহত হচ্ছে। এখানে পরিবারগুলোতে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের প্রতি এর ব্যাপক প্রভাব পড়ছে। ব্যাটারিচালিত রিকশা ও অন্যান্য ক্ষেত্রেও সমস্যা সৃষ্টি হচ্ছে, রংপুরে কেন এত বৈষম্য? এ ক্ষেত্রে আমাদের দাবি, নিয়ম মেনে ২৪ ঘন্টায় ২ ঘন্টা লোডশেডিং যা এলাকাভিত্তিক নির্ধারণ করতে হবে। রংপুরবাসীর দাবি ২৪ ঘন্টার মাঝে লোডশেডিং কমিয়ে আনতে হবে তা না হলে কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে রংপুরের সচেতন
নাগরিক। মানববন্ধনে বক্তব্য রাখেন গৃহিনী হোসনে
আরা পপি, অভিনেতা আদনান চৌধুরী, ব্যবসায়ী
ইলতেফাক আহমেদ, মাহবুবুর রহমানসহ অন্যান্য
নেতৃবৃন্দ।
এ ব্যাপারে নেসকোর প্রধান প্রকৌশলী মোঃ
শাহাদৎ হোসেন সরকার বলেন, আমরা যেখানে রংপুরের
জন্য দিনে ৯০০/৯৫০ মেগাওয়াট ও রাতে ৭০০/৭৫০
মেগাওয়াট বিদ্যুৎ পাওয়ার কথা সেখানে যা পাচ্ছি তা
একেবারেই নগণ্য। এতে নিয়ম মেনে লোডশেডিং
দেয়া সম্ভব হচ্ছে না। আমরা আবার শিডিউল করব
যাতে শিডিউল হিসেবে লোডশেডিং সম্ভব হয়। তারপরও
বিদ্যুৎ কম পেলে আমাদের কিছু করার থাকে না। আমরা
চেষ্টা চালিয়ে যাচ্ছি।