ক্রাইম পেট্রোল ডেস্ক:
ফেনীর সোনাগাজী মডেল থানার ওসি কামরুজ্জামানকে ক্লোজ করা হয়েছে। বুধবার ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে বৃহস্পতিবার তাকে ফেনী পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
তার স্থলে সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসেবে যোগদান করছেন মো. বায়েজীদ আকন। এর আগে তিনি পুলিশ লাইনে যুক্ত ছিলেন।
জানা গেছে, গত ২১ সেপ্টেম্বর সোনাগাজী মডেল থানায় অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে মো. কামরুজ্জামান যোগদান করেন। তিনি যোগদানের পর সোনাগাজী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে না পারায় তার অদক্ষতায় পুরো উপজেলার ৯টি ইউনিয়নজুড়ে প্রতিনিয়ত বৃদ্ধি পায় চু*রি, মা*দক ও ই*য়াবা ব্যবসা, চাঁ*দাবাজি, চর দ*খল, অ*বৈধভাবে বালু উত্তোলনসহ থানায় দালালদের দৌরাত্ম্য।
সাম্প্রতি দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. আব্দুর রহিমের ওপর বালু দ*স্যুদের হা*মলার পর থানায় মামলা নিতে গড়িমসি, মামলা দায়ের করার আগে বাদীর কাছ থেকে টাকা আদায়সহ উপজেলা সোনাগাজীর চলমান সার্বিক আইন*শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারার অভিযোগে যোগদানের এক মাস ১৪ দিন পরই তাকে ফেনী পুলিশ লাইনে ক্লোজ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গ*ণঅভ্যুত্থানে ফেনীর কয়েকটি থানায় আগুন দিয়ে জ্বালিয়ে দেয় দু*র্বৃত্তরা। এর মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ থানা হিসেবে ছিল সোনাগাজী মডেল থানা। আগের তুলনায় উপজেলার আইন*শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রণে না নিতে পারায় তাকে জেলা পুলিশ লাইনে নেওয়া হয়।
এ বিষয়ে সোনাগাজী মডেল থানার নবাগত ওসি মো. বায়েজীদ আকন জানান, ‘বৃহস্পতিবার সকালে সোনাগাজী মডেল থানায় ওসি হিসেবে যোগদান করেছি। আগের ওসি মো. কামরুজ্জামান ফেনীর পুলিশ লাইনে যুক্ত হবেন।’