
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি :
তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান বলেছেন,‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর উৎসব কেবল একটি দলের নয়, এটি পুরো জাতির উৎসব। জাতির জনকের জন্ম না হলে বাংলাদেশ আজ স্বাধীন হতো না। বিশ্বের ১৪৫টি দেশ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন করবে। নতুন প্রজন্মের কাছে জাতির জনকের আত্মজীবনী তুলে ধরতে হবে।’
শনিবার (১ ফেব্রয়ারি) জামালপুরের সরিষাবাড়ী হিউম্যান ডেভেলপম্যান্ট অর্গানাইজেশনের আয়োজনে এ ভলিবল ও ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ ডা. মুরাদ হাসান তার বক্তব্য এ কথাগুলো বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রুদ্র বয়ড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বাছেদ সভাপতিত্ব করেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ফিনোভেশন লিমিটেডেরর পরিচালক এস এম আলতাব হোসেন, ওয়ান ওয়ান জিরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাজমুস সাকিব, চলচ্চিত্র অভিনেত্রী শামীমা নাজনীন, সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জান রোকন প্রমুখ।
উদ্বোধনী ভলিবল খেলায় তারাকান্দি জেএফসিএল একাদশ বনাম রংপুরের সানজিদা ট্রেডার্স এবং ব্যাডমিন্টন টুর্ণামেন্টে শেরপুরের তুর্জয় ট্রেডার্স একাদশ বনাম বয়ড়া বাজার শেখ রাসেল ক্রীড়া একাদশ অংশ নেয়। টুর্ণামেন্টে ভলিবলে ২৪টি এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় ৩২টি দল লড়বে ।