রফিকুল ইসলাম, কুষ্টিয়া থেকে : আজ বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি, ২০২১ খ্রি.) ভোর ৪:৪৫ টার দিকে কুষ্টিয়া জেলাধীন মিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও মিরপুর পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র সাইফুল হক খান ফারুক চৌধুরী ঢাকাস্থ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৭০ বছর। তিনি বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। আজ বাদ আছর মিরপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।
প্রসঙ্গত, ১৯৯৯ সালে মিরপুর পৌরসভা ঘোষণা হলে ফারুক চৌধুরী মেয়র নির্বাচিত হন। পরবর্তীতে ২০০৪ সালে তিনি আবারও মিরপুর পৌরসভার মেয়র নির্বাচিত হন। এছাড়াও তিনি উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।