মাহতাব উদ্দিন আল মাহমুদ, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
কেন্দ্রীয় বিএনপির ত্রাণ তহবিলে দুই লক্ষ দশ হাজার টাকা হস্তান্তর করেছে জাতীয়তাবাদীদল (বিএনপি) উপজেলা ঘোড়াঘাট শাখা।বন্যার্তদের জন্য গঠিত ত্রাণ তহবিলে এ অর্থ দেয়া হয়।
দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহম্মেদ কচির মাধ্যমে বন্যার্তদের জন্য গঠিত কেন্দ্রীয় বিএনপির ত্রাণ তহবিলের আহ্বায়ক প্রফেসার ডা. এ,জেড,এম জাহিদ হোসেনের কাছে ঘোড়াঘাট উপজেলা বিএনপির পক্ষ থেকে দুই লক্ষ দশ হাজার টাকা হস্তান্তর করা হয়। এই টাকা হস্তান্তর করেন ঘোড়াঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ্ মোঃ শামীম হোসেন চৌধুরী,সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়াসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা যুবনেতা মকসেদুল ইসলাম টুটুল।