আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফান্দাউক পন্ডিতরাম উচ্চ বিদ্যালয়ের নব গঠিত পরিচালনা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকালে প্রধান শিক্ষকের কার্যালয়ে পরিচালনা কমিটির সভাপতি ও ফান্দাউক ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সৈয়দ সাইফুউদ্দিন আহমেদ শিবলীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব হাবিবুর রহমান শেখের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,অভিভাবক সদস্য আলমগীর শাহ্,জানে আলম সায়েম ভূইয়া,সুখেন্দু শেখর রায়, ইয়ার খান ও সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মুক্তা রানী রায়,শিক্ষক প্রতিনিধি কাজী আলাউদ্দিন আহমাদ,সুমন চন্দ্র পাল,মহিলা শিক্ষক প্রতিনিধি মীর রুবিনা আক্তার। সভায় বিদ্যালয়ের উন্নয়নমূলক কার্যক্রমসহ বিদ্যালয়ের সার্বিক লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
নতুন কমিটির সভাপতি সৈয়দ সাইফুউদ্দিন আহমেদ শিবলীর বলেন বিদ্যালয়ের আজ প্রথম সভা তাই এই সভায় বিদ্যালয়ের সকল সমস্যার কথা আগে জানার চেষ্টা করেছি তারপর সবাইকে নিয়ে নিয়ম অনুযায়ী উন্নয়নমূলক কার্যক্রম থেকে শুরু করে সকল কাজে অংশগ্রহণ করবো। তিনি বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সকল অভিভাবক ও শিক্ষকগনসহ কমিটির সদস্যদের একান্ত সহযোগিতা কামনা করেন।