
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীমঃ
জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্রী তাহাজ্জত শম্পার বাবার চিকিৎসার দায়িত্ব নিলেন ‘মাদার অফ হিউম্যানিটি’ খ্যাত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।পাশাপাশি তিনি শম্পার জন্য মানসম্মত বাসস্থানসহ তার পড়াশুনা এবং তার ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছেন।প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা মোতাবেক আজ সকাল ১০.৩০ টায় জেলা প্রশাসক মো. এনামুল হক শম্পার পরিবারের জন্য নির্মিতব্য বাসগৃহের নির্মাণ কাজ উদ্বোধন করেন। পরে শম্পার বাবা মো. সফিকুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।
গত ২৯ নভেম্বর ২০২০খ্রি. তারিখে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবার চিকিৎসার খরচ যোগাতে শিশুকন্যা শম্পার ভ্যান চালানোর খবরটি প্রকাশিত হওয়ার পর তা প্রধানমন্ত্রীর নজরে আসে।এরপর ৩০ নভেম্বর ২০২০ তারিখে সকালে জেলা প্রশাসক নাকাটিতে শম্পার বাড়ি সরেজমিনে পরিদর্শন করে প্রধানমন্ত্রীর কার্যালয়ে একটি প্রতিবেদন প্রেরণ করেন। পরে প্রধানমন্ত্রী শিশুকন্যা শম্পার বাবার চিকিৎসাসহ তার পড়াশুনা ও তার পরিবারের ভরণ-পোষণের দায়িত্ব নিলেন।
প্রধানমন্ত্রীর এমন মানবিকতায় আপ্লুত শম্পা ও তার পরিবারসহ নাকাটিবাসী। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে কান্নায় ভেঙ্গে পড়েন এবং প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনায় মোনাজাত করেন।