
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত ২৫ ‘শ টাকার ঈদ উপহার পঞ্চগড় সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ওই ইউনিয়নের উপকারভোগী ৩৮ জনের গণস্বাক্ষরিত একটি অভিযোগ গত ১৩ মে সাতমেরা ইউনিয়নের ত্রাণ সমন্বয়কারী কর্মকর্তা ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বরাবর দায়ের করেছেন।
অভিযোগটির অনুলিপি চেয়ারম্যান ৬ নং সাতমেরা ইউনিয়ন পরিষদ, উপজেলা নির্বাহী অফিসার পঞ্চগড় সদর ও জেলা প্রশাসক পঞ্চগড় এর বরাবর প্রেরণ করেছেন।
অভিযোগে সংশ্লিষ্ট মেম্বারের বিরুদ্ধে উপকারভোগীদের কাছ থেকে ১ হাজার টাকা করে উৎকোচ গ্রহণ করেছে বলে উল্লেখ করেছেন।
সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্য মো: হকিকুল ইসলামের করা ওই তালিকায় অন্তর্ভুক্ত রয়েছে ১,১২১ জনের নাম। তার প্রণীত তালিকায়, ০১৭৩৪৩৪৪৬০০ এই নাম্বারটির মালিক ইউপি সদস্য নিজেই, যা বিভিন্ন নামে ব্যবহার হয়েছে ১৩ বার।
০১৭৩৮৬০৪৬১৭ এই নাম্বারটি আল-আমিন নামের একজন হত দরিদ্র শ্রমিকের, তার নাম্বার ব্যবহার করা হয়েছে দু’বার। এ ব্যাপারে আল-আমিন জানায়, ‘আমার নাম্বার দু’বার কেন ব্যবহার করবে।
০১৩১৮০৪৬৩৭৯ এই নাম্বারের মালিক মিন্টু। তার নাম্বার ব্যবহার করা হয়েছে ৪ বার।
এ ব্যাপারে মিন্টুর সাথে যোগাযোগ করা হলে জানান, আমার নাম্বার ৪ বার ব্যবহার করা হয়েছে, আমি তা জানি না।
৪৬ বছর বয়স্ক হাসিবুল ইসলামের মোবাইল নম্বরটি ব্যবহার হয়েছে ৮ বার। এ ব্যাপারে তার সাথে কথা হলে তিনি বলেন, ‘পাশের বাড়ির লোকজনের মোবাইল নাই, তারা আমার নাম্বার ব্যবহার করেছেন। বিষয়টি তারা আমাকে জানিয়েছে।’ ০১৭৫০১৮৯৩১৯ এই নাম্বারটি ব্যবহার হয়েছে ৪ বার এবং ০১৯১৬০৬০১১০ এই নাম্বারটি ব্যবহার হয়েছে ৮ বার।
এ ব্যাপারে ইউপি সদস্য মো: হকিকুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘তালিকা করতে কোন টাকা-পয়সা নেওয়া হয়নি।যাদের মোবাইল নেই তাদের অনুরোধে আমার নাম্বারটি ১৩ জনের অনুকুলে ব্যবহার করেছি।
সাতমেরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান এর সাথে মুঠোফোনে বার বার যোগাযোগ করেও পাওয়া যায়নি।
এ ব্যাপারে জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, অনিয়মের কোন সুযোগ নেই মাঠ পর্যায় থেকে যাচাই-বাছাই চলছে। ওই তালিকা আমার হাতে আসেনি, আসার পর কোন অনিয়ম, দুর্নীতি পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।