ক্রাইম পেট্রোল ডেস্ক:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নবনিযুক্ত চেয়ারম্যান ও চারজন সদস্য শপথ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর২০২৪ খ্রি.) দুপুর ১২টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান।
এদিন শপথ গ্রহণ করেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের নবনিযুক্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মোবাশ্বের মোনেম, সদস্য ড. নুরুল কাদির, ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. সুজায়েত উল্লাহ ও ড. মোহাম্মদ নাজমুল আমীন মজুমদার৷
শপথ গ্রহণ অনুষ্ঠানটি পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁঞা। এসময় পিএসসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৮ অক্টোবর পিএসসি’র চেয়ারম্যান সোহরাব হোসাইনসহ কমিশনের সদস্যরা পদত্যাগ করেন। পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোবাশ্বের মোনেমকে পিএসসি’র চেয়ারম্যানের দায়িত্ব দেয় অন্তবর্তীকালীন সরকার। ওইদিনই সংস্থাটিতে চার সদস্য নিয়োগ দেওয়া হয়।