
তোফাজ্জল হোসেন বাবু,পাবনা :
পাবনার চাটমোহরে ঐতিহাসিক জেলহত্যা দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জাতীয় চার নেতার প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং শোক সভা পালন করেছেন সেক্টর কমান্ডারস্ ফোরাম – মুক্তিযুদ্ধ’৭১।
আজ রবিবার ৩ নভেম্বর দুপুর বারোটায় উপজেলার নতুনবাজার জাদরিশ মোড়ে শোক সভার আয়োজন করা হয়। উক্ত শোক সভায় এক মিনিট নীরবতা পালন করা হয়।
বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানান উপস্হিত নেতারা। এরপর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ ও কৃষক লীগের নেতা কর্মীরা অনুষ্ঠানে যোগ দেন।
এদিকে, জেলহত্যা দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য প্রদান করেন আ.স.ম আব্দুর রহিম পাকন সভাপতি সেক্টর কমান্ডারস্ ফোরাম- মুক্তিযুদ্ধ -৭১ পাবনা, আ: মালেক সাধারণ সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, আব্দুল মমিন আহবায়ক উপজেলা কৃষক লীগ, অ্যাড.আব্দুল মমিন সরকার, সাংবাদিক জাহাঙ্গীর আলম, ইদ্রিস আলী প্রমুখ।
বক্তারা বলেন ,১৯৭৫ সালের ১৫ আগস্ট সপরিবারে জাতির পিতাকে হত্যার তিন মাসের মাথায় জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এএইচএম কামারুজ্জামানকে ঢাকা কারাগারের ভেতরে গুলি করে হত্যা করা হয়।
বক্তারা আরো বলেন, বঙ্গবন্ধুর বিশ্বস্ত সহচর এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সংগঠক ও অগ্রনায়ক জাতীয় চার নেতার বিদেহী আত্নার প্রতি মাগফেরাত কামনা করেন এবং মহান স্বাধীনতা অর্জন ও স্বাধীনতা পরবর্তী দিনগুলোতে দেশ পুর্নগঠনে তাদের এই বীরত্বপূর্ণ ভূমিকা জাতি আজীবন শ্রদ্ধার সহিত স্মরণ করবে বলে মনে করেন বক্তারা।