
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলা জুয়া খেলার সময় ৮ জুয়াড়িকে আটক করেছে থানা পুলিশ। এসময় তাদের কাছে থাকা তাসসহ প্রায় আট হাজার টাকা জব্দ করা হয়েছে।
রোববার (৬ জুন) দুপুরে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গত শনিবার (৫জুন) দিনগত রাতে উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা বাজারে ময়নুল ইসলামের মালিকাধীন দোকানের ভাড়াটিয় আজাদ মিয়ার কম্পিউটারের দোকানে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন, আরজি মাড়েয়া খালপাড়া এলাকার মৃত আকবর আলীর ছেলে নাজমুল হক (৩৫), কোলনীপাড়া এলাকার নূর হোসেনের ছেলে আখিনুর রহমান (৩৩), মালকাডাঙ্গা এলাকার বিষারুর ছেলে সাবিদুর ইসলাম (২৬), দুলাল উদ্দীনের ছেলে মঞ্জুরুল হক (২৫), আমিনউদ্দীনের ছেলে ময়নুল ইসলাম (৩০), আলমাস আলীর ছেলে বুলবুল (৩০), দুলাল মিয়ার ছেলে মুনির হোসেন (২২), মৃত নজরউদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৪৬)।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিনগত গভির রাতে বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা বাজারে ময়নুল ইসলামের মালিকাধীন দোকানের ভাড়াটিয়া আজাদ মিয়ার কম্পিউটারের দোকানে আসামী আখিনুর রহমান দোকানের ভিতরে কয়েকজন জুয়াড়ি টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলছিলো। খবর পেয়ে অভিযান পরিচালনা করা হলে এসময় ঘটনাস্থল থেকে তারা পালানোর চেষ্টা চালায়। পরে কোন মতে একজন পালাতে সক্ষম হলেও পুলিশের হাতে ৮জন জুয়াড়ি আটক হয়। এসময় তাদের কাছে থাকা তাস ও আট হাজার টাকা জব্দ করা হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, আসামীদের আটকের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।