
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে খায়রুল ইসলাম (৪০) নামে এক পান – বিস্কুটের দোকানদারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড়ের বোদা উপজেলায় এ দুর্ঘটনাটি ঘটে।নিহত খায়রুল ওই এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খায়রুল তার পান-বিস্কুটের দোকান খুলে বৈদুতিক বাতি জ্বালাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। টের পেয়ে স্থানীয়রা খায়রুলকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আবু সাঈম মিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।