
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
পঞ্চগড়ে মাঠে মাঠে পার্চিং দিয়ে ধান ক্ষেতের পোকা দমন করছে কৃষক। রোববার (১৫ সেপ্টেম্বর) সদর উপজেলার বিভিন্ন মাঠে কৃষক ধান ক্ষেতে পোকা দমনে গাছের ডাল, বাঁশের কঞ্চি পুঁতে পাখির সাহায্যে পোকা দমন করতে দেখা গেছে।
কৃষি কর্মকর্তাদের মতে পার্চিং একটি কার্যকর পোকা দমন ব্যবস্থা। এতে কৃষক যেমন স্বল্প পরিশ্রমে লাভবান হয়। এই পদ্ধতিটি এলাকার প্রতিটি কৃষক ব্যপকভাবে গ্রহণ করছে এবং ভাল উপকার পাচ্ছে। এতে করে এলাকার কৃষকগণ উপকারী ও অপকারী পোকা সহজে চিনতে পারছে। এলাকার কৃষকেরা যে কোন পোকা দেখলেই কীটনাশক দিতে হবে এই ধারণা যে ভুল তা সহজেই বুঝতে পারছে।
জানা গেছে, পাখি পার্চিং এ বসে একটি ক্ষতিকারক পোকা খেলে ২৫০ থেকে ১৫০টি পোকা দমন হয় কারণ একটি ক্ষতিকারক পোকা ২৫০ থেকে ১৫০টি ডিম পাড়ে। পার্চিং আইল থেকে বেশ দূরে দেয়াই ভালো ।
উপজেলা কৃষি অফিসার শাহ আলম মিয়া বলেন, জমিতে পার্চিং করলে পাখি সহজেই ফসলের ক্ষতিকারক পোকা খেয়ে ধ্বংস করে। পোকা বংশ বিস্তার করতে পারে না। এতে কৃষক অনেক উপকৃত হয়।