আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখাসহ ভেজাল মালামাল রাখার দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১১ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলার বোদা উপজেলায় জেলা প্রশাসনের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পঞ্চগড় কার্যালয়ের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন।
জানা যায়, ভোক্তা-অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে বোদা উপজেলার ফার্মেসি এমবি ট্রেডার্সকে ১ হাজার টাকা, আফিয়া ফার্মেসিকে ১ হাজার টাকা, জবা ফার্মেসিকে ১ হাজার টাকা, ভাই ভাই কনফেকশনারীকে ১ হাজার টাকা ও কীটনাশকের দোকান এমকে মেডিসিন কর্ণারকে ২ হাজার টাকা জরিমানাসহ মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।