![](https://crimepatrol24.com/wp-content/uploads/106264735_1411153072406610_7530170200880928228_n.jpg)
মোঃ বাবুল নেত্রকোনা থেকে: নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে জেলার গোয়েন্দা শাখার পি.এস.আই উত্তম কুমার দাস স্বর্গীয় ফোর্স নিয়ে দুই মাদক ব্যবসায়ীকে প্রায় ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। জানা যায়, জেলার কলমাকান্দা উপজেলার পুঘলা ইউনিয়নের বাগসাত্রা গ্রামের মো: চান মালিকের ছেলে মো: লাক মিয়া(২০) একই গ্রামের মো: আক্কাছ আলীর ছেলে মো: ইব্রাহীম মিয়া(২২) দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মাদকের ব্যবসা দেদারছে চালিয়ে যাচ্ছে। এরই সূত্র ধরে গোপন সংবাদে নেত্রকোনা জেলার গোয়েন্দা শাখার চৌকস টিম আজ ভোরে মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
নেত্রকোনা জেলার গোয়েন্দা শাখার ওসি(ডিবি) শাহনূর আলম ক্রাইম পেট্রোল২৪ কে জানান, জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সী স্যারের দিঙ নির্দেশনায় নেত্রকোনা ডিবি-পুলিশের চৌকস টিম উক্ত দুই মাদক ব্যবসায়ীকে মাদকসহ গ্রেফতার করে।উক্ত দুই মাদক ব্যবসায়ীকে মাদক আইনে মামলা রুজু করে কোর্টে প্রেরণ করা হয়।