
নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীতে বিদেশ ফেরত হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৯৬জন।এতে ২৯মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত গত ২৪ ঘন্টায় নতুন করে যুক্ত হয়েছেন ৭ জন।এর মধ্যে হোম কোয়ারেন্টাইন সম্পন্ন হয়েছে ১৪২ জনের। তারা সকলে বর্তমানে সুস্থ আছেন।
সোমবার(৩০ মার্চ)সিভিল সার্জন ডা. রনজিৎ কুমার বর্মন বলেন, জেলায় গত ১ ডিসেম্বর থেকে ৩০ মার্চ পর্যন্ত বিদেশ ফেরতের সংখ্যা ৩৩৮ জন। জেলায় এখন হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তিদের সংখ্যা কমছে। আশা করা হচ্ছে, তাদের কারো দেহে করোনা ভাইরাস নেই। তবে সচেতনতার জন্য মানুষ নিজ নিজ বাসায় অবস্থান করছেন।
এর আগে গত ২৮শে মার্চ নীলফামারীতে হোম কোয়ারেন্টাইনে ছিলেন ২২৫জন।