জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় নিজ উদ্যোগ ও অর্থায়নে খালের বুকে ধসে পড়াসহ ক্ষত-বিক্ষত হওয়া সড়ক সংস্কার কাজে ব্যস্ত সম্ভাব্য মেম্বার প্রার্থী মুন্সি নূর মোহাম্মদ। শনিবার (২১আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জয়নগর পাড়া সড়কসহ দীর্ঘ ৫/৬দিনে কয়েকটি সড়কের সংস্কার কাজ করবেন।তারই ধারাহিকতায় শনিবারে কাজ শুরু করেছেন। মুন্সি নূর মোহাম্মদ উপজেলার খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পিয়াইজ্জাকাটা গ্রামের ডাঃনুরুল ইসলামের পুত্র।তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত ওয়ার্ডের সম্ভব্য মেম্বার প্রার্থী।
সরেজমিনে গিয়ে দেখা যায়,খুটাখালী ইউনিয়নে এই প্রথম নিজ উদ্যোগ ও অর্থায়নে গ্রামীণ সড়ক সংস্কার কাজ করার দৃশ্য।কাজটি হচ্ছেে উক্ত ইউনিয়নের ৬নং ওয়ার্ডের অবহেলিত এলাকায়।মুন্সী নূর মোহাম্মদের এমন মহৎ উদ্যোগ দেখে এলাকার সাধারণ জনগণ খুশি হয়ে তাকে বাহ্ বাহ্ দিচ্ছেন।
নিজ উদ্যোগ ও অর্থায়নে কাজ করার বিষয়ে জানতে চাইলে মুন্সি নূর মোহাম্মদ পেটান বলেন,চলতি বর্ষায় উজান থেকে আসা ঢলের পানিতে খুটাখালী খালের তীরবর্তীি উক্ত ওয়ার্ডের গ্রামীণ সড়কের বেহল দশার সৃষ্টি হয়।ফলে যানবাহনসহ সাধারণ জনগণের চলাফেরা অতি কষ্টকর হয়ে পড়েছে।তাই জনদুর্ভোগ নিরসনে আমি খালের বুকে ধসে পড়া জয়নগর পাড়াস্হ সড়কটির সংস্কার কাজ শুরু করেছি।এটি প্রায় ২শত মিটার পর্যন্ত হবে।এখানে বল্লি পুঁতে,সেখানে ড্রামসেট করে মাটি ফেলতে হবে।এই কাজটি শেষ হলে সেগুনবাগিচা মন্দির সড়ক,গোলডেপা সড়ক ও পিয়াইজ্জাকাটা সড়ক মিলে আরো ৪শত মিটার পর্যন্ত সড়কের কাজ করবো।এতে ৪/৫ লাখ টাকা মত খরচ হতে পারে।আমার উদ্দেশ্য হল আমি জনগণের ভোটে মেম্বার পদে জয়ী হই আর না হই,জনসেবা করা।