আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ হবিগঞ্জ ক্যাম্পের অভিযান চলাকালে মাদক ব্যবসায়ীদের হামলায় দুই র্যাব সদস্য আহত হয়েছে।এসময় হেরোইন,ইয়াবা,মাদক বিক্রির টাকা ও মোবাইল উদ্ধার করা হয়।ঘটনাস্থল থেকে তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।অভিযানের বিষয়টি সিলেট র্যাব-৯ ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান নিশ্চিত করেছেন।এ ঘটনায় মাদক আইনে নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।হামলায় র্যাবের এএসআই বকুল হোসেন ও নায়েক তৌহিদুল ইসলাম আহত হয়েছে।আহতদের হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। র্যাব ও স্থানীয় সূত্র জানায় গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৩টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প)এর একটি দল লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও সিনিয়র অতিরিক্ত পুলিশ সুপার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে নাসিরনগর উপজেলার ধরমন্ডল গ্রামের ঠাকুরবাড়ির পাশে আবদুল হকের বাড়িতে অভিযান চালায়।এসময় আবদুল হকের ঘর থেকে একশো গ্রাম হেরোইন যার মূল্য ১০ লাখ টাকা,২৩৫ পিস ইয়াবা,নগদ ২ লাখ ৮১ হাজার ৪৮৫ টাকা,২০টি মোবাইল সেট,২০টি সীম কার্ড,৬টি ছোরা,৬টি টেট্রা উদ্ধার করা হয়। অভিযানকালে মাদক ব্যবসায়ী আবু মিয়া(২৭),বাহার মিয়া(২৮) ও সাত্তার মিয়া(৩২)সহ মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত জনৈক দুই নারীকে আটক করলে তারা ‘ডাকাত’বলে চিৎকার শুরু করে।এসময় আশপাশের লোকজন জড়ো হয়ে দেশীয় অস্ত্র নিয়ে র্যাবের উপর হামলা চালায়।এতে র্যারের দুই সদস্য টেটা বিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহতদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,উপজেলার ধরমন্ডল গ্রামে র্যাবের অভিযানকালে র্যাব সদস্যরা হামলার শিকার হন।এতে র্যাবের দুই সদস্য আহত হন। র্যাব ঘটনাস্থল থেকে তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছেন। মাদক আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।