আকতার হোসেন ভূইঁয়া, নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ।। নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে দু‘পক্ষের সংঘর্ষে আক্কল আলী (৬৫)নামে এক কৃষক নিহত হয়েছে। পুলিশ আক্কল আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন।
ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার ( ৯ মে) দুপুরে উপজেলার গোয়ালনগর ইউনিয়নের সোনাতলা গ্রামে। হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: হাসান জামিল খান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোনাতলা গ্রামের আলী আজগর ও সালাম মেম্বারের পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা চলছে।আজ শুক্রবার দুপুরে দিকে পূর্ব শক্রতার জের ধরে দু‘পক্ষের লোকজন দেশীয় অ*স্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দেশীয় অ*স্ত্রের আঘাতে ঘটনাস্থলেই আক্কল আলী নিহত হন এবং আহত হয় বেশ কয়েকজন।
পুলিশ ঘটনাস্থল থেকে ওই কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করেছেন। নিহত আক্কল আলী সোনাতলা পূর্বপাড়ার মৃত লাল মিয়ার ছেলে।
গোয়ালনগর ইউপি চেয়ারম্যান আজহারুল হক জানান, ‘পূর্বের ঘটনার জের ধরেই আজকের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মো: হাসান জামিল খান হত্যাকান্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ‘পুলিশ ঘটনাস্থল থেকে কৃষকের মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
উল্লেখ্য,এ গ্রামে গত ৬ মাসে গোষ্ঠিগত সংঘর্ষে আক্কল আলীসহ উভয় পক্ষে ৩ জন নিহতরে ঘটনা ঘটেছে। এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।