crimepatrol24
২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, এখন সময় রাত ৪:৩৬ মিনিট
  1. অনুসন্ধানী
  2. অপরাধ
  3. অর্থনীতি
  4. আইটি বিশ্ব
  5. আইন-আদালত
  6. আঞ্চলিক সংবাদ
  7. আন্তর্জাতিক
  8. আফ্রিকা
  9. আবহাওয়া বার্তা
  10. আর্কাইভ
  11. ইউরোপ
  12. ইংরেজি ভাষা শিক্ষা
  13. উত্তর আমেরিকা
  14. উদ্যোক্তা
  15. এশিয়া

চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

প্রতিবেদক
মো: ইব্রাহিম খলিল
ফেব্রুয়ারি ১০, ২০২২ ১০:২৯ অপরাহ্ণ
চকরিয়ায় ইউএনও’র মোবাইল নাম্বার ক্লো’ন করে চাঁদা দাবির অভিযোগ

 

জিয়াউল হক জিয়া,চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও’র) ব্যক্তিগত মোবাইল নাম্বার ক্লো’ন করেছে দু’র্বৃত্তরা।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ইউএনও’র সরকারি ও ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যবহার করে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টা’কা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নুরুল আখের জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে একটি গ্রামীণ নাম্বার থেকে নিজেকে চকরিয়ার ইউএনও পরিচয় দিয়ে
শিক্ষা প্রতিষ্ঠানের জন্য উন্নতমানের ল্যাপটপ
দেয়ার কথা বলে টা’কা দাবি করেছেন। এসময় আমার সামনে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সদস্য সাংবাদিক এম.মনছুর আলম। ইউএনও পরিচয়ে আমার কাছ থেকে টা’কা দাবি করলে আমার সন্দেহ সৃষ্টি হয়। তখন বিষয়টি তাৎক্ষণিকভাবে ইউএনও জেপি দেওয়ান স্যারকে জানানো হয়।

পরে ইউএনও জেপি দেওয়ান বিষয়টি অবগত হওয়ার পর স্থানীয় গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাদের মোবাইল নাম্বার ক্লো’ন হওয়ার কথা জানিয়ে সবাইকে সতর্ক হওয়ার আহ্বান জানান।

এ ব্যাপারে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান বলেন, আমার ব্যক্তিগত ও সরকারি মোবাইল নাম্বার ক্লো’ন করার পর আমার নাম দিয়ে কিছু দু’র্বৃত্ত বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা দাবি করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার নাম ব্যবহার করে কেউ টাকা দাবি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য তিনি অনুরোধ করেন।

তিনি আরো বলেন, এ ব্যাপারটি ইতোমধ্যে উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করা হবে বলে তিনি জানান।

Share This News:

সর্বশেষ - লাইফ স্টাইল