আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)॥ যথাযোগ্য মর্যাদায় সারাদেশের ন্যায় নাসিরনগরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি, উপজেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত), মেহেদী হাসান খান শাওন,থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকারসহ সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থী ও উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।
পরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরণ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নিবার্হী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান খান শাওনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শুভ্র সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোঃ রাফিজ মিয়া ও গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া । অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী সৈয়দ জাকির হোসেন, সদর ইউপি চেয়ারম্যান পুতুল রানী দাস, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, সৈয়দ লিয়াকত আব্বাস টিপু প্রমূখ।
এছাড়াও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের উপর শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ৭ই মার্চের ভাষণ,ছড়া আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্প্রচার করা হয়। সভায় সরকারি কর্মকর্তা,বীর মুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি,আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।