আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা : “আমার ভবিষ্যৎ আমার হাতে,আমিই পারি সিদ্ধান্ত নিতে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ওকাপ‘র আয়োজনে আর্ন্তজাতিক শ্রম সংস্থার সহযোগিতায়(আইএলও) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সেবা প্রদানকারী সংস্থা ওস্টেকহোল্ডারদের অংশগ্রহণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নারীর ক্ষমতায়ন ও স্থানীয় সুযোগ- সুবিধা বিষয়ক মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী কর্মকর্তা হালিমা খাতুন। অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম ওকাপে‘র প্রজেক্ট ম্যানেজার তানজিলা তাবাসসুমের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদ,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ,মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,সহকারী কমিশনার ভূমি মেহেদী হাসান শাওন। স্বাগত বক্তব্য রাখেন ওকাপে‘র চেয়ারম্যান শাকিরুল ইসলাম।
ওকাপে‘র ট্রেইনার মৌমিতা গোস্বামীর পাওয়ার প্রেজেন্টেশনে সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ মোঃ তারেক,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সফিকুর ইসলামসহ আরো অনেকে। সভায় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সেবা প্রদানকারী সংস্থা প্রতিনিধি,সাংবাদিক,এনজিও প্রতিনিধি,উদ্যোক্তাগণ অংশগ্রহণ করেন।
ওকাপের পক্ষ থেকে সভায় জানানো হয়,অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ)বিদেশ ফেরত কর্মীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। ওকাপ ২০০৪ সাল থেকে অভিবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় কাজ করছে। অভিবাসী কর্মীদের সার্বিক মর্যাদা রক্ষায় ওকাপ সবসময় সোচ্চার। এইজন্য সংস্থাটি বাংলাদেশের অভিবাসনপ্রবণ জেলাগুলোতে বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে ও সহযোগী সংস্থার তত্ত্বাবধানে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন করছে। ওকাপে‘র প্রধান লক্ষ্য হচ্ছে সম্ভাব্য অভিবাসী কর্মী ও সংশ্লিষ্ট জনগোষ্ঠির মধ্যে সচেতনতা সৃষ্ঠি করাএবং দেশ ও বিদেশে অভিবাসী কর্মীদের অধিকার নিশ্চিত করা। ক্ষতিগ্রস্ত অভিবাসী কর্মীদের এয়ারপোর্ট,পিক-আপ,শেল্টার হোম সেবা,মানসিক কাউন্সিলিং,স্বাস্থ্য সেবা,আইনী সহযোগিতা ও সামাজিক পুনর্বাসন