মোঃ মেহেদী হাসান ফারুক, নাগরপুর (টাংগাইল) প্রতিনিধিঃ
টাংগাইল নাগরপুরের বেটুয়াজানী উচ্চ বিদ্যালয়ের রজত জয়ন্তী অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ১৫ ডিসেম্বর ২০১৯, এ রজত জয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাংগাইল-৬ আসনের সংসদসদস্য আহসানুল ইসলাম টিটু।
প্রধান অতিথির বক্তব্যে টিটু বলেন, শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা ছাড়া কোন জাতি অগ্রসর হতে পারে না। শেখ হাসিনার সরকার বিনা বেতনে শিক্ষার ব্যবস্থা, বিনামূল্যে শিক্ষার্থীদের বই প্রদান, প্রাথমিক শিক্ষার্থীদের স্কুল ড্রেস বাবদ ২০০০ টাকা, দুপুরে খাবার প্রদানসহ নানাবিধ সুবিধা প্রদান করেছে।
আলহাজ্ব জিন্নত আলী মিয়া এর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, ধর্ম বিষয়ক সম্পাদক মো. শহিদুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক উজ্জল মোল্লা, যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এলাকার বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা শেষে বিদ্যালয় প্রাঙ্গণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।