
অনলাইন ডেস্ক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাবেক স্বাস্থ্য পরিদর্শক শ্রী সুষেণ বালো (৭২) মারা গেছেন। এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে এই উপজেলায় মারা গেলেন ৫জন।
সোমবার সকালে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
সুষেণ বালোর গ্রামের বাড়ি নবাবগঞ্জের কলাকোপা বড়নগর গ্রামে। নবাবগঞ্জ উপজেলা হাসপাতাল থেকে স্বাস্থ্য পরিদর্শক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।
সূত্র জানায়, সুষেণ বালোর করোনা উপসর্গ দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আইইডিসিআর পাঠানো হয়। ১৯ জুন তার ফলাফল পজিটিভ আসে। করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হরগবিন্দ সরকার অনুপ এ তথ্য নিশ্চিত করেছেন।