
মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে নাটকের মোড় নিয়েছে।
কেন্দ্রীয় বিএনপির সদস্য ও সাবেক সংসদ সদস্য এ.জেড.এম রেজওয়ানুল হক দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে তিনি পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও রিটার্নিং কর্মকর্তা সাদ্দাম হোসেনের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন।
এ.জেড.এম রেজওয়ানুল হক বিএনপির একজন প্রভাবশালী নেতা। তিনি বর্তমানে পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক এবং এই আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। এবারও তিনি দিনাজপুর-৫ আসনে বিএনপির দলীয় মনোনয়ন চেয়েছিলেন। তবে দল থেকে সবুজ সংকেত না পাওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের সিদ্ধান্ত নেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেজওয়ানুল হক বলেন, ”আমি দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছি এবং এটি একটি সুচিন্তিত সিদ্ধান্ত। আমার নির্বাচনী এলাকার সাধারণ মানুষ, ভক্ত এবং মাঠ পর্যায়ের নিবেদিতপ্রাণ কর্মীদের ইচ্ছা ও আকাঙ্ক্ষাকে সম্মান জানাতেই আমি এই পদক্ষেপ নিয়েছি। তাদের ভরসাতেই আমি নির্বাচনে লড়ছি এবং ইনশাআল্লাহ ভোটের শেষ দিন পর্যন্ত মাঠেই থাকব।”
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সঙ্গে স্থানীয় দলীয় নেতা-কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘদিনের অভিজ্ঞ এই রাজনৈতিক নেতার স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা নির্বাচনী এলাকায় নতুন মেরুকরণ তৈরি করেছে। মাঠ পর্যায়ের অনেক কর্মী মনে করছেন, তার এই প্রার্থিতা দিনাজপুর-৫ আসনের নির্বাচনী লড়াইকে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করে তুলবে।















