মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষ্যে দিনাজপুর জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ অক্টোবর-২০২৫ বুধবার সকাল দশটায় জেলা প্রশাসকের কার্যালয় দিনাজপুর এর অফিস চত্বরে বেলুন-ফেস্টুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম ।
র্যালিটি বাদ্যযন্ত্র সহকারে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে শেষ হয়। সেখানে হাত ধোয়ার বিভিন্ন কৌশল দেখানো হয় এবং সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন এর সভাপতিত্বে বিশ্ব হাত ধোয়া দিবসের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর দিনাজপুর বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরাদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তা বৃন্দ, সহকারী কমিশনারবৃন্দ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর সদর উপজেলার সহকারী প্রকৌশলী মোঃ মনজুরুল ইসলাম, উক্ত বিভাগের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ ।

















