মোঃ জাহিদ হোসেন, দিনাজপুর প্রতিনিধি।।
দিনাজপুর জেলার বিএডিসি শ্রমিক ইউনিয়ন-এর আয়োজনে মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত দৈনিক ভিত্তিতে সাময়িক শ্রমিক নিয়োজিতকরণ নীতিমালা-২০২৫ বাতিল কৃষি ফার্ম শ্রমিক নিয়োগ ও নিয়ন্ত্রণ নীতিমালা ২০১৭ বাস্তবায়ন ও অনিয়মিত শ্রমিকদের নিয়মিত করে ৩০ দিনের হাজিরা প্রদানের দাবিতে ১৭ আগস্ট ২০২৫ রোববার সকাল ১০ টায় সদরের নসিপুর বিএডিসি যুগ্ম মহাপরিচালক এর কার্যালয়ের সামনে বিক্ষোভ, প্রতিবাদ সমাবেশ ও দাবি না মানা পর্যন্ত শ্রমিকদের কর্ম বিরতি পালন করা হয়।
অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন, দিনাজপুর জেলা বিএডিসি শ্রমিক ইউনিয়নের সভাপতি আলতাফুজ্জামান বাবু, সহ-সভাপতি সুলতান আলী মঞ্জু, মোঃ রিয়াজুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মেনন হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমান বাবু, মোঃ ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রাসেল হোসেন, নির্বাহী সদস্য মোঃ সোহেল হোসেনসহ অন্যান্য সদস্যবৃন্দ। মানববন্ধনে অংশগ্রহণ করেন দিনাজপুর জেলা বিএডিসি শ্রমিক ইউনিয়নের অন্তর্ভুক্ত অন্যান্য সকল অফিস শ্রমিক ইউনিয়নের সদস্যগণ।