
কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ কুমিল্লার দাউদকান্দিতে করোনা ভাইরাসকে উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে জনগণের জন্য অবিরাম কাজ করে চলেছেন করোনাযোদ্ধা স্বাস্থ্য সহকারীগণ। দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ‘স্বাস্থ্য সহকারী’ র ৫৮টি পদ থাকলেও কর্মরত ২২ জন স্বাস্থ্য সহকারী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার নির্দেশে দিনরাত কাজ করে যাচ্ছেন এই করোনা যুদ্ধে। পাশাপাশি নিয়মিত ইপিআই টিকাদান কর্মসূচিও পালন করে চলেছেন। ইতোমধ্যে স্বাস্থ্য সহকারী জাকির হোসেন এবং ফাতেমা আক্তার কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। আর এ পর্যন্ত দাউদকান্দি উপজেলায় আক্রান্ত হয়েছেন প্রায় ১২০ জন। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীর স্বল্পতা নিয়ে ভয় এবং আতঙ্কের মধ্যে পৌর এলাকার করোনা আক্রান্ত রোগীদের দেখভাল করছেন- স্বাস্থ্য সহকারী মো: সেলিম মিয়া, মোহাম্মদ শাহ আলম, ছালমা আক্তার(এ.এইচ.আই) এবং বিউটি আক্তার প্রমূখ।


