কামরুল হক চৌধুরী, বিশেষ প্রতিনিধিঃ
সদ্য ঘোষিত কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের কমিটিতে জেলা কমিটির সাবেক দপ্তর সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম সরকার কে অন্তর্ভুক্তির দাবিতে রোববার মানববন্ধন করেছে উপজেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পচাত্তর পরবর্তী কঠিন সময়ে দাউদকান্দিতে আওয়ামী লীগের নেতৃত্বে থাকা এই নেতাকে কমিটিতে না রাখায় দলে এবং দলের বাইরে বিষয়টি নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে।। তাকে কমিটিতে একটি ভালো পদে অন্তর্ভুক্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আবদুল আওয়াল মাস্টার, আওয়ামী যুবলীগের আহ্বায়ক আনোয়ার হোসেন, কৃষক লীগের আক্তার হোসেন, গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ সরকার এবং ছাত্র লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।।