
আল মাসুদ, পঞ্চগড় জেলা প্রতিনিধি, ঃ পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুই বালিবাহী ট্রাক্টরের সংঘর্ষে মাসুদ (২০) নামে এক পাথর শ্রমিক নিহত হয়েছে।মঙ্গলবার দুপুরে উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বন্দর এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে।নিহত মাসুদ পঞ্চগড় দেবীগঞ্জ উপজেলার পামুলি ইউনিয়নের এনায়েতপুর এলাকার মো. শরিফুল ইসলামের ছেলে।স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাংলাবান্ধা ইউনিয়নের পোকেট রাস্তায় পাথর লোডের জন্য ট্রলিটি প্রবেশ করে। এ সময় বিপরীত দিক থেকে আসা আর একটি ট্রলির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রলি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে মাসুদের মৃত্যু হয়। মাসুদ দীর্ঘ দিন ধরে এলাকায় পাথর শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
তেঁতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ জহিরুল ইসলাম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুুই ট্রলির সংঘর্ষে এক পাথর শ্রমিকের মৃত্যু হয়েছে।