
আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
তেঁতুলিয়া উপজেলায় দু’টি গাঁজার গাছসহ আবু সাইদ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) তেঁঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের ডাঙাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী সাইদ ডাঙাপাড়া এলাকার আব্দুল সামাদের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়,নিজ বাড়ির আঙিনায় গাঁজা গাছ চাষ করছিলো সাইদ। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান পরিচালনা করে দুটি গাঁজার গাছসহ সাইদকে আটক করা হয়েছে। পরে আইনী প্রক্রিয়া শেষে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছায়েম মিয়া, এক মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।