আল মাসুদ,পঞ্চগড় প্রতিনিধি:
তেঁতুলিয়া উপজেলার শালবাহান ইউনিয়নে সরকারি নির্দেশনা অমান্য করে কোরবানির পশুর হাট বসানোর পূর্ব প্রস্তুতি নিতে গিয়ে গরুর হাট ইজারাদার আব্দুর রশিদকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় স্বাস্থ্যবিধি না মানায় ওমর আলী নামে এক ব্যক্তিকে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১০ জুলাই) সকালে শালবাহান দাখিল মাদ্রাসা মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহাগ চন্দ্র সাহা এ জরিমানা করেন।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ অমান্য করে আসন্ন পবিত্র ঈদ- উল- আজহাকে কেন্দ্র করে কোরবানির পশুর হাট বসানোর পূর্ব প্রস্তুতি গ্রহণের দায়ে শালবাহানহাট ইজারাদার আব্দুর রশিদকে ১০ হাজার টাকা এবং ওমর আলীকে স্বাস্থ্যবিধি না মানায় ৫০০ টাকা জরিমানা করা হয়।