দিলীপ কুমার দাস, জেলা প্রতিনিধি, ময়মনসিংহ :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ৮নং ওয়ার্ড কালীপুর মধ্যম তরফে কাশিনাথ চৌহানের বাসার পিছনে থাকা মরহুম শাহী শেখের পুকুরের পচা পানি জমে আশপাশের বাসাবাড়িগুলোতে অল্প বৃষ্টিতে উঠানে ও রান্না ঘরে পানি উঠে ।
দীর্ঘ দিন যাবত ড্রেন পরিষ্কার না করার কারণে ময়লা আবর্জনা ড্রেনের ভিতরে আটকে পানি চলাচল করতে পারেনা । পচা দুর্গন্ধযুক্ত ময়লা পানি সমস্যায় ভুক্তভোগী অন্তত ১৫ / ২০ টি পরিবার তিন বছর যাবত স্থানীয় প্রতিনিধি ও পৌরসভায় যোগাযোগ করেও পাননি কোনো প্রতিকার। গৌরীপুরের অন্যান্য এলাকার ড্রেনের চেয়ে এটি একটি গুরুত্বপূর্ণ ড্রেন। কারণ এর সামনেই রয়েছে ঐতিহ্যবাহী সরযুবালা প্রাথমিক বিদ্যালয়। স্থানীয়রা জানান , অবিলম্বে এই ড্রেনের সংস্কারসহ পরিষ্কার করা দরকার ।