
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এন্ডিং চাইল্ড ম্যারিজ থ্রো অ্যাডলেসন্টস ইমপাউআরমেন্ট প্রকল্প,আরডিআরএস আয়োজিত সোমবার (৯ডিসেম্বর) সকাল ১১টায় ডোমার সদর ইউনিয়ন পরিষদ হতে এক বর্ণাঢ্য র্যালি এলাকার সড়ক প্রদক্ষিণ করে পরিষদ চত্বরে এক আলোচনা সভায় মিলিত হয়। কিাশোর- কিশোরী ক্লাবের সাধারণ সম্পাদক লাবনী আক্তারের সঞ্চালনায় ইউপি চেয়ারম্যান মোসাব্বের হোসেন মানু’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডোমার থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায়। বিশেষ অতিথি হিসেবে সমাজ সেবক নাসির উদ্দিন, সমাজ কর্মী রিক্তা আক্তার, সাংবাদিক আনিছুর রহমান মানিক, প্রকল্পের ইউনিয়ন প্যাসিলেটর ভগবতী রায় প্রমুখ বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে কিশোর- কিশোরী ক্লাবের অজয় রায়, অর্জুন সরকার, বর্নিসহ ২শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।