আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি।।
“শিশু থেকে প্রবীণ,পুষ্টিকর খাবার সর্বজনীন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নীলফামারীর ডোমারে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৫ এর শুভ উদ্বোধন করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য বিভাগ আয়োজিত বুধবার (২৮ মে) সকাল ১১টায় ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে সভাপতি হিসেবে দিবসটির শুভ উদ্বোধন করেন মেডিকেল অফিসার ডাঃ আইনুল হক।
এসময় উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শামিনুর ইসলাম সুমনের সঞ্চালনায় অতিথি হিসেবে এমওডিসি ডাঃ কামরুল ইসলাম নোবেল, এ্যনেন্থেসিয়া কনসালটেন্ট ডাঃ মৃনাল মোহন্ত, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মোজাফ্ফর আলী, সাংবাদিক জুলফিকার আলী ভুট্টু, নার্সিং ইনচার্জ আক্তার বানু প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুধীজন উপস্থিত ছিলেন। গর্ভবতী মা ও শিশুসহ সাধারণ মানুষকে নিয়মিত পুষ্টিকর খারার বিষয়ে পরামর্শ প্রদান করেন বক্তারা।