আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারীর ডোমারে অ্যাডভোকেসি প্লাটফর্মের কমিটির পুনর্গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) সকাল ১১টায় ডোমার থানাপাড়া প্রধান ভিলা সভাকক্ষে নারী নেত্রী তৌহিদা জ্যেতিকে সভাপতি ও অনিল বাশঁফোরকে সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি পুনর্গঠন করা হয়। এনএনএমসি ফাউন্ডেশনের আয়োজনে উক্ত পুনর্গঠিত কমিটির সভায় সাংগঠনিক আলোচনা, দলিত সম্প্রদায়ের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনির সেবায় সুবিধা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সাংগঠনিক পর্যালোচনা করা হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ, এনএনএমসি অ্যাডভোকেসি অফিসার পাপন কুমার সরকার, সাংবাদিক আনিছুর রহমান মানিক, শিক্ষিকা হোসনে আরা বেগম, সংগঠক আব্দুল হাই, সনিতা বাশঁফোর, রতন ভুইমালী, রেখা রানী দাস, মিতু রানী দাস প্রমূখ উপস্থিত ছিলেন। ভিডিও কলের মাধ্যমে নতুন কমিটির শপথ বাক্য পাঠ করানএনএনএমসি’র কো-অর্ডিনেটর মো. নুরল আলম।