
আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি>>
“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল ১১টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উক্ত চত্বর থেকে ব্যানার -ফেস্টুন সহকারে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় অংশ নেয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আনিছুজ্জামানের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, রৌশন কানিজ, প্রকৌশলী মিজানুর রহমান সরদার, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, পরিসংখ্যান অফিসার আব্দুল বারী, নারী নেত্রী ডেইজি নাজনিন মাশরাফি নীনা প্রমুখ উপস্থিত থেকে বক্তব্য রাখেন।