
মহিনুল ইসলাম সুজন,নীলফামারী প্রতিনিধি॥ নীলফামারীর ডিমলায়“গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্প”স্থানীয় পর্যায়ে এসডিজি নীতিমালা বাস্তবায়ন ও কমিউনিটির প্রত্যাশা বিষয়ক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রোববার(১৫ডিসেম্বর)দুপুরে উপজেলা হলরুমে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে সিপিডি ও অক্সফাম ইন বাংলাদেশের যৌথ তত্ত্বাবধানে,বাস্তবায়ন সহযোগী বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লীশ্রী’র আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি)নুর-ই আলম সিদ্দিকী।
জেলা নেটওয়ার্কের সহ-সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে এসময়ে বক্তব্য দেন,বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরেন্দ্রনাথ রায় নিরু,নারী ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা, বিআরডিবি কর্মকর্তা রাজিউর রহমান রাজু,জেলা নেট ওয়ার্কের সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু,নির্বাহী সদস্য শাহনাজ রহমান ছবি,সাংগঠনিক সম্পাদক নুর আলম,সদস্য ফারহানা ইয়াসমিন ইমু,ডিমলা উপজেলা মহিলা আওয়ামীলীগের সাবেক সভাপতি গোলসে আরা প্রমুখ।সম্মেলটি সঞ্চালনা করেন পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন।সম্মেলনে স্থানীয় পর্যায়ে এসডিজি নীতিমালা বাস্তবায়ন ও প্রত্যাশা বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়।এ ছাড়াও সম্মেলনে প্রতীক প্রকল্পের প্রজেক্ট ফিল্ড ফ্যাসিলিটেটর গোলাম মস্তফা,ফেরদৌস আরা,গণতান্ত্রিক সুশাসনে জনসম্পৃক্ত প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রকল্পের ভলান্টিয়ার শামসুদ্দিন,উপজেলা যুব নেটওয়ার্কের সভাপ্রধান শিউলী আক্তার শাপলাসহ ২৫জন সিবিও নারী,উপজেলা যুব নেটওয়ার্কের ১৭জন সভাপ্রধান এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।