মো: আ: হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের গোপালপুরে ২০১ গম্বুজ মসজিদের পবিত্রতা রক্ষার্থে দর্শনার্থীদের অবাধ বিচরণ, বেহায়াপনা ও নোংরামী বন্ধের দাবিতে বুধবার(২ সেপ্টেম্বর) ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন গোপালপুর উপজেলা শাখার উদ্যোগে ২০১ গম্বুজ মসজিদের সামনে মানব বন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানব বন্ধনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় বক্তারা মসজিদে দর্শনার্থীদের অবাধ বিচরণ,বেহায়াপনা ও নোংরামী বন্ধের দাবি জানান।