জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ
“মানুষ মানুষের জন্য, করোনা নিয়ে আতঙ্ক নয়, সবাই সচেতন হোন” এই স্লোগানে ঝিনাইদহে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সকালে সদর উপজেলার সাধুহাটি ইউনিয়নের মরহুম শামসুল আলমের দুই পত্র কবির হোসেন শিমুল ও সোহেল আহম্মেদের সৌজন্যে ও অর্থায়নে, ১নং সাধুহাটি ইউনিয়নের চেয়ারম্যান কাজী নাজীর উদ্দিনের সার্বিক সহযোগিতায় ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাসিন্দাদের মাঝে এখাদ্য সামগ্রী বিতরণ করেন। সামাজিক দূরত্ব বজায় রেখে হাজী বাড়ীর হাজী নূর হোসেন, হাজী আবুল হোসেন, ও সজিব আহমেদসহ ইউপি সদস্য বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের নেতা এসময় উপস্থিত ছিলেন। এ সময় ওই এলাকার ১৫০০ শতাধিক খেটে খাওয়া ও কর্মহীন পরিবারের মাঝে চাল, ডাল, আলু, তৈল ও সাবান বিতরণ করা হয়। কাজ না থাকায় অভাব অনটনে থাকা পরিবারগুলো এই খাবার পেয়ে সন্তুষ প্রকাশ করেন।