
ঝিনাইদহ প্রতিনিধি :
নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ঝিনাইদহে অসহায় ও হতদরিদ্র নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের নারী সংসদ সদস্যের বিশেষ বরাদ্দ থেকে সেলাই মেশিন বিতরণ করেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খালেদা খানম। এসময় জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক নিলুফার রহমান, প্রোগ্রাম অফিসার খন্দকার শরিফা আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। পরে ৫ জন অসহায় নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।