
আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
দেশে চলমান করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধ কালীন ও পবিত্র রমজান মাসের শুরু থেকেই জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদ ভিন্ন ভিন্ন দিনে জামালপুর শহরের পাথালিয়ার বিভিন্ন গ্রামে সামাজিক দূরত্ব বজায় রেখে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছেন। এ সহযোগিতা এলাকার গোয়াবাড়ি, পাথালিয়ার কম্পপুর, পূর্ব ও পশ্চিম পাড়াসহ এলাকার কম সুবিধাপ্রাপ্ত অসহায প্রায় হাজার মানুষের জন্য এই উপহার সামগ্রী দেওয়া হয়। জামালপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদের ব্যক্তিগত এই উদ্যোগকে এলাকাবাসী স্বাগত জানান । প্রচার বিমুখ এই নেতা মানুষের দু:সময়ে পাশে থাকায় নিজ দলের নেতা কর্মী ছাড়াও সাধারণ মানুষ তার ব্যক্তিগত এই উদ্যোগে আনন্দিত হন।