আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: জামালপুরে জেলা কারাগারে আমজাদ হোসেন (৫৫) নামে এক কয়েদীর মৃত্যু হয়েছে। ৩ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। তার কয়েদী নং৩১৩৯/এ।
কারাগার সূত্রে জানা যায়, তিনি একটি প্রতারণার মামলায় ৪২০ ধারায় আদালতের রায়ে চলতি বছরের আগস্ট মাস থেকে এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করছিলেন। আমজাদ হোসেন জামালপুর জেলার মেলান্দহ উপজেলার ভালুকা এলাকার সৈয়েদুর রহমানের ছেলে।
জেলার আবু ফাহ্ত্তাহ গণমাধ্যমকে বলেন, কয়েদী আমজাদ হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন। তিনি যোহর নামাজ পড়ার পর পরিবারের সঙ্গে মোবাইলে কথাও বলেছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
জামালপুর জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক চিরঞ্জিৎ সরকার সংবাদ মাধ্যমকে বলেন, কারগারের ফার্মাসিস্ট আ. হামিদসহ কারারক্ষীরা কয়েদী আমজাদ হোসেনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। প্রাথমিক পরীক্ষা- নিরীক্ষা করে দেখা গেছে, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন।